তবুও জীবন কেটে যায়...
- অনির্বাণ মিত্র চৌধুরী
তবুও জীবন কেটে যায় জীবনের নিয়মে
কোনো কিছুর জন্য থেমে থাকে না।
একটা সময় ছিলো যখন ভাবতাম,
তোমায় ছাড়া আমার জীবন চলবে না
কিন্তু, এখন কি সুন্দর ভাবেই না দিন চলে যাচ্ছে!
তোমায় ছাড়া বেশ ভালোই তো আছি মনে হচ্ছে।
মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যাই নিজেকে দেখে
আগে একটা মুহূর্তও কাটতো না তোমায় না ভেবে
এখন শুধু নিজেকে নিয়েই ভাবি স্বার্থপরের মতন
তোমার থেকে এই বিষয়টা বেশ শিখে গেছি ভালো ভাবে।
হুম! আমি স্বার্থপর।
একটু স্বার্থপর না হলে কি আর বাঁচা যায়?
নিজের স্বার্থটা ঠিকমত না চিনলে তো অন্যরা ঠকায়!
আর নয়, অনেক ঠকেছি জীবনে
মিছেমিছি আর ঠকব না বিনা কারনে।
না হয় আদর্শ থেকে সরে যাচ্ছি ক্রমে ক্রমে
তবুও তো জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।