পাঁচফোড়ন-ছয়
- ফয়েজ উল্লাহ রবি
যদি তুমি চলেই যাবে ডাকলে কেনো তবে,
দুঃখ দিয়ে কান্না দিলে সুখ দেবে ক'বে?
তোমার কথাই ভাবতে-ভাবতে কাটে সাধের বেলা,
দূরে গিয়ে ভালোই আছো করছো নিঠুর খেলা।
আমরা দু'জন সুখেই ছিলাম পাহাড়ে ঘর বেঁধে,
একটি ভুলের ঝড়ের আঘাত কাটছে জীবন কেঁদে!
শান্তির রং সাদা, কান্নার কি ? বেদনার রং নীল,
ভালোবাসার রং নাকি লাল কোন রঙ্গের হয় দিল!
মেঘলা আকাশ মৃদু বাতাস বৃষ্টি ঝরার দিন,
পড়ছে মনে যতো স্মৃতি ভালোবাসার ঋণ।
১০ চৈত্র ১৪২৫, ২৫ মার্চ ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।