স্বাধীনতা তুমি
- হাসান আল মাহদী ২৭-০৪-২০২৪

স্বাধীনতা তুমি-
রেসকোর্স থেকে ভেসে আসা বঙ্গবন্ধুর জ্বালাময়ী ভাষণ"এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।"

স্বাধীনতা তুমি -
দীর্ঘ নয় মাস ধরে সংগ্রাম করে ছিনিয়ে আনা
বাংলার দামাল ছেলেদের ঘাম।

স্বাধীনতা তুমি-
সন্তান হারানো মায়ের আকুলতা!
খোকা ঘরে ফিরবে আছে পথ চেয়ে।

স্বাধীনতা তুমি-
শত্রু ক্যাম্পে বন্দী মা -বোনের অার্ত চিৎকার
বিভিষিকাময় জীবন মুক্তি না পেয়ে।

স্বাধীনতা তুমি -
ছিনিয়ে দিয়েছ দেশদ্রোহী রাজাকার, আল বদর,
আল শামস,হায়েনাদের।

স্বাধীনতা তুমি -
জেগে আছো কোটি বাঙালির মনের অন্দরে,
জেগে আছে ঘুমিয়ে থাকা অজস্র মুক্তিকামী শহীদের।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।