হে স্বাধীনতা!
- শিশির খান - কালের পথিক ২৪-০৪-২০২৪

হে স্বাধীনতা ____!
তুমি কেন এতো দামি?
তোমায় পেতে শহীদ হয়েছিল
৩০ লক্ষ মুক্তিকামী।


হে স্বাধীনতা ____!
তোমার নেশায় হয়ে উদ্বুদ্ধ,
বীর বাঙালী করেছিলো
৭১'এর মুক্তিযুদ্ধ।


হে স্বাধীনতা ____!
কেন চাওনা দিতে ধরা,
তোমায় পেতে হয়ে ছিলো
বীর বাঙালী পাগল পারা।


হে স্বাধীনতা ____!
তুমি কেন পাষাণ, কঠিন-শক্ত?
তোমায় পেতে দিতে হলো
এক সাগর রক্ত।


হে স্বাধীনতা ____!
তোমার মাঝে একি সুখ!
তোমায় পেয়ে বীর বাঙালীর
উজ্জল হলো মুখ।


হে স্বাধীনতা ____!
তোমায় পেয়েও কেন পাই না,
এ জীবনে তোমায় ছাড়া
আর কিছুই চাই না!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 4টি মন্তব্য এসেছে।

syedrakib
৩০-০৩-২০১৯ ২০:১৯ মিঃ

খুব সুন্দর লিখেছেন।।।

syedrakib
৩০-০৩-২০১৯ ১২:৩২ মিঃ

খুব সুন্দর লিখেছেন।।।

Muztahid
২৭-০৩-২০১৯ ০১:১১ মিঃ

স্বাধীনতা স্বাধীন হোক!

SHISHIR_KHAN
২৬-০৩-২০১৯ ২১:৩৭ মিঃ

সকল প্রিয় কবিদের স্বাধীনতা দিবসের প্রাণঢালা শুভেচ্ছা!