পাঁচফোড়ন-সাত
- ফয়েজ উল্লাহ রবি

দিন প্রতিদিন একই রকম আলাদা তার নাম,
এক-এক করে যাচ্ছে কেটে দিচ্ছি না তার দাম!

রাত পোহালেই নতুন সূর্য দেবে আশার আলো,
জীবন যুদ্ধে জয়-পরাজয় দূর হবে সব কালো!

যাবার বেলায় আমায় সখি ডাকবে কি গো ডাকবে,
মনের ঘরে যতন করে আমায় কি গো রাখবে!

জীবন দিয়ে যুদ্ধ করে স্বাধীনতা আনলে যারা,
'আছো মনে রাখবো প্রাণে কভু; ভুলার নয় যে তারা'!

যে যাবার সেই গেছে চলে আসবে না আর ফিরে,
যে আছে আজ তোমার কাছে থেকো তাকেই ঘিরে!

১২ চৈত্র ১৪২৫, ২৭ মার্চ ২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।