আলোময় দিন
- রফিকুল ইসলাম রফিক

কেউ জানুক আর নাই বা জানুক
তুই তো জানিস
আমাদের সুনিপুণ জীবন পাঠক
কী চায় মানুষগুলো এই মানুষের কাছে।
কাজেই যতোটা পারিস পড়্
প্রকৃতির গায়ে লেখা বর্ণিল হরফ
ভেতরের কথা ভরা মানুষের মুখায়োবয়ব।
জীবনের ঘর থেকে পাঠ এনে তুলে ধর
জীবনের কাছে।
সকালের সোনা আলো মেখে তুই
পরিপাটি প্রভাত পাঠক
আমাদের এনে দে, দেরে একখান সোনাভরা
আলোময় দিন।
২৪/১২/২০১৮.


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।