পাঁচফোড়ন-আট
- ফয়েজ উল্লাহ রবি
ভালো লাগায় ভালোবাসা যায় জিতে যায় রোজ,
মনের কোণের ইচ্ছে শক্তিই রোজ রাখে তাঁর খোঁজ !
দেখতে সুন্দর মনে সুন্দর সুন্দররেই সমাহার,
মন্দ যেটা সবার কাছে মানবে যে সে হার !
দূর করে দুঃখ জীবন সুখে সাজিয়ে তুলে সুরে,
নানা পাখির কূজন শোনে সাজছে জীবন নুরে !
রূপকে ধারণ করে বুকে চলছি ভালোর পথে,
সুন্দর সেতো দেবে ধরা চলার জীবন রথে ।
ভালোবাসার অপার নদী পারতাম দিতে পাড়ি যদি,
সুখের নায়ে ভাসিয়ে জীবন দুঃখ ভুলে সুখেই মজি !
০৬.০২.২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।