পাঁচফোড়ন-নয়
- ফয়েজ উল্লাহ রবি
সাজলে জীবন সুরে-সুরে আসবে তবেই নুর,
কান্নারা সব পালায় দূরে সাজে প্রেমের পুর !
সকাল হাসে আলো নিয়ে সন্ধ্যা হাসে কালো,
সব কিছুতে পাবে না দোষ থাকলে মনটা ভালো !
পাখি ফিরে নীড়ে ঘুরে-ফিরে আপন ঘর
মানুষ তুমি তাও বুঝোনা করো শুধু পর !
সুইচ টিপিলেই আলো আসে বন্ধ করলে আঁধার,
আলোর ঝলক সবই বৃথা জীবনে থাকলে ধার !
সকাল যদি হাসে তোমার সন্ধ্যা বিকেল হাসে
হাসি-খুশি কাটুক জীবন শুধুই ভালোবেসে !
১৭ চৈত্র ১৪২৫, ০১ এপ্রিল ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।