যন্ত্রণা
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন ২৬-০৪-২০২৪

জীবন শত কষ্টে ঘেরা ক্ষত-বিক্ষত,
নিয়তির কাছে শুধু হই মিথ্যে নত।
কষ্টেরা গ্রাস করে শান্তির ছায়া তল,
মুখের হাঁসি ধোয়, নয়ন নোনা জল।
কেউ বুঝেনা কারো ব্যথা বন্ধু-বান্ধব,
স্বার্থের মোহে অন্ধ বিবেক পরাজিত সব।
কত যন্ত্রণা বিস্ফোরিত হয় জীবনের বাঁকে,
ব্যথা গুলো শুধুই কালের সাক্ষী হয়ে থাকে।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।