পাঁচফোড়ন-এগারো
- ফয়েজ উল্লাহ রবি
প্রেমের খেলা নয় তো সোজা ব্যর্থ প্রেমে মিলে শুধু সাজা,
কেউবা প্রেমের জোরে রাজা, সুরে-সুরে প্রেমের বাদ্য ভাঁজা।
নারী প্রেমের এত্তো বোজা বইবে সাধ্য আছে কার,
নারী যদি হয় রূপসী তাকে নিয়েই হাহাকার।
সরলতার মূল্য দিচ্ছি প্রতিমাসে তের হাজার
পারিনা হতে কঠিন কঠোর হচ্ছি সরল বারবার।
চলে যায় নিয়মে দিন বাড়ে জীবনেরি ঋণ!
এক-এক করে হারায় জীবন বাজে মরনেরি বীণ।
থুকায়-থুকায় মেঘ জমেছে আকাশেরই গায়,
বাদল দিন নয়তো তবু বৃষ্টি যেন পায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।