পাঁচফোড়ন-তের
- ফয়েজ উল্লাহ রবি
যতোই আঁধার হউকনা রাত হবেই ভোর
মনে রেখো হিম্মত, খুলে রাইখো দোর।
সুখের আশায় ঘুরছ তুমি দূর থেকে দূর
মনের ঘরে উঁকি মেরে দেখ সুখ অন্তপুর।
দেশ প্রেম সে আবার কি দেখতে কেমন ছিলো,
দেশ কি আর এমন মানুষ খুঁজে কভু পেলো।
পথ ভোলা মানুষের দলে আমিও আছি ভাই
রোজই পথ ভুলে ফের পথ খুঁজে পাই।
রাতকে চেনার করে যাই চেষ্টা
দিনের আলোয় মিটেনা সে তৃষ্টা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।