বোকারাম বোকা বনে
- উত্তম চক্রবর্তী ২৫-০৪-২০২৪

অপেক্ষায় গেলো বেলা কফি সপে ডেকে,
এক্ষুনি আসছ বলে কোথা গেলে রেখে।
কতোজন এলো গেলো জোড়ায় জোড়ায়,
গল্প আর আড্ডা শেষে সবে চলে যায়।

তোমার আশায় আছি বসে প্রতীক্ষায়,
জানি না আসবে কিনা ভুলেছ আমায়!
এই তো একটু লেট বলো বারেবার,
মিছেমিছি এতো কথা কেন বলো আর!

বোকারাম বোকা বনে বসে আছে ছাই,
ভুলে গেল প্রেম বুঝি প্রমাদে মজাই।
ভালোবাসা মগ্ন তার হৃদয়ের টানে,
এমন হয় নি কভু যেন মনে প্রাণে।

অনেক সেধেছ বলে করেছি এ ভুল,
ফোনে তুমি বল প্রিয়, "এপ্রিল ফুল"!

তাং- ০১/০৪/১৯

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।