পাঁচফোড়ন-চতুর্দ্দশ
- ফয়েজ উল্লাহ রবি

ইদানীং তোমাদের হাসি গুলো দেখতে যেনো নকল
জানি; হাসির আড়ালে লুকিয়ে রেখেছো দুঃখের দল।

রাত যদিও ফুড়ায়, ফুড়ানা তার আঁধার
এত্তো আলো পৃথিবীতে তবু থাকে ধার।

যে যাবার সেই যায় চলে, রাখেনা খবর,
অসহায় মন তার জন্য কাটায় দুঃখের প্রহর।

ভালোবাসতে জানে যে জন; তার হয় না প্রেমের অভাব,
দেয় যে দেখা ভালোবাসা এইতো নিয়মের স্বাভাব।

সেই নয় বন্ধু যে বুঝেনা তোমার মন,
তার কাছে প্রিয় তুমি নয়; তোমার ধন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।