সুখ দুঃখের পর্যায়
- অরুণ কারফা

কত পাতা যে হলুদ হয়ে,
পড়ে গেল নিঃশ্বব্দে ঝরে
তবুও তো এই চিঠিটা আমি,
শেষ করতে পারলাম না পড়ে।

প্রতিটা শব্দই তীক্ষ্ণ এত,
মনে হয় যেন বিঁধছে বুকে
ভীষণ আচ্ছন্ন করে দেয় তাই,
এগোতে পারি না মনের দুখে।

অথচ এই চিঠিটাই একদিন,
সৌরভে মন দিত ভরিয়ে
ভরসা ছিল যদি কোনদিন,
দুঃখ আসে এই দেবে ঘুচিয়ে।

বুঝলাম, কোন সুখই চিরস্থায়ী নয়,
আর থাকেনা রেশ বেঁচে তার
দুঃখ এলে নতুন করে
লড়তে হয় তার সঙ্গে আবার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।