পাঁচফোড়ন-ষোড়শ
- ফয়েজ উল্লাহ রবি

এই দুনিয়ার সব ঘরেতে রঙের বাহার
অনন্ত ঘর খোঁজে রোজ তার আহার।

ফুলের ঘ্রাণে সুরে তোলে মন মাতাল হয়,
খুকি এলে ফুল পাখি হাসে চারপাশ হয় মধুময়।

আকাশের রং নীল ফুলে-ফলে সেজেছে বিল
নাচে মন আনন্দ খুশিতে মনে প্রাণে মধুর পিল।

ছড়ায়-ছড়ায় ছড়িয়ে দিলাম বর্ণমালার আলো
লেখা পড়া শিখে বড় হও জীবনে সেই আলো জ্বাল।

ভালো মন্দের এপিঠ-ওপিঠ দুই দিকেতে বাস
মন্দের খবর ছড়ায় বেশি, ভালোর হয় না আভাস।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।