পাঁচফোড়ন-সপ্তদশ
- ফয়েজ উল্লাহ রবি
এক কবিতায়-ই-তো কবিকে বাঁচিয়ে রাখে,
কাব্যহীন কবি হারিয়ে যায় জীবন বাঁকে।
ভালো মন্দের ব্যবধানটা আকাশ সমান দূরত্বটা সামান্য,
এই জীবন এক পলকে বদলে গিয়ে হতে পারে তা অনন্য।
চালাক-চতুর মানুষ যখন, সামনে আসে পরে
তখনই বুঝি রইলাম আজো; অবুঝেরই ঘরে।
‘আমার আমি’ আমায় নিয়ে ব্যস্ত রাখিনা অন্যের খোঁজ
বড় হয়ে অনেক তবু; রয়ে গেছি আজো অবুঝ।
জন্ম থেকে মৃত্যু চলে জীবন ভরই ধন্ধ
কোন পথেতে চলে মানুষ, ভালো নাকি মন্দ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।