পাঁচফোড়ন-উনিশ
- ফয়েজ উল্লাহ রবি

আগের দিন আসবে ফিরে মন্দ সবাই চলে যাবে,
নব দিনের সূর্য যাঁরা তারাই বাংলা সাজাবে।

ভালোবাসায় আসে বাধা বুঝে না তা রাধা,
প্রেম অনলে জ্বলেই তবে ভালোবাসা হয় পাকা।

হৃদয়কাশে মেঘ জমেছে আসবে বুঝি বৃষ্টি
ঝড়ের তালে সব হারিয়ে, হবে নব সৃষ্টি।

খোঁজা-খোঁজির এই বাজারে; যদি হারিয়ে যায় কেউ,
দু’দিন বাধে ভুলে যাওয়ার চলে প্রতিযোগীতাও।

বলার মানুষ অনেক আছে শোনার মানুষ নাই,
কবি লেখক কতো শতক পাঠক কোথায় পাই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।