পাঁচফোড়ন-কুড়ি
- ফয়েজ উল্লাহ রবি

এমন করে ডাকলে পরে; না এসে কি পারে
নিশ্চয়-নিশ্চত আসবে সে ভালোবাসেন যারে।

মনের প্রদীপ নিভাই ও না, রেখো জ্বেলে আলো
তোমার-আমার আলোয় দূর করা যায় সব কালো।

ভাবনার কি আর হয় গো কভু শেষ,
মন বেঁচে থাকে; ভাবনা অশেষ।

আমির আমিতে ডুবে মানুষ, পায়না আমির খোঁজ,
চালাক-চতুর ভাবনাতে; মানুষ আসলে অবুঝ।

টানা-টানা উত্তেজনা গ্যালারী জুড়ে হাত তালি,
কেউ উইকেট পায় কেউ রান কেউ থাকে শূন্য খালি-খালি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।