পাঁচফোড়ন-দ্বাবিংশতি
- ফয়েজ উল্লাহ রবি

কান্না তুমি জলের খোঁজে আকাশ পানে চাও
চোখের কোণে জলের নদী খুঁজে তুমি নাও ।

রাতের কাশে আঁধার পাশে কালো নয়তো মিছে
ঊষার আশে অপেক্ষাতে আলোর পিছে-পিছে ।

বিজ্ঞান এই জীবনে দিয়েছে অনেক গতিবেগ
কেঁড়ে নিয়েছে মানুষের মানবতা আবেগ।

দুঃখ দিয়ে দূরে ঠেলে করলে আমায় হেলা
কেমন করে কাটবে সখি আমার বাদল বেলা ।

ও সে কাব্য কথার গানের সুরে কণ্ঠ যে তার সুমুধুর
হৃদয় বাজে নিত্য সাজে দেখে তারে দুঃখ অনেক দূর !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।