পাঁচফোড়ন-ত্রয়বিংশ
- ফয়েজ উল্লাহ রবি

টাকা-টাকা করে কাটছে জীবন কষ্টে প্রবাসীর,
একটু সুখের আশে; শত দুঃখ চেপে বুকের গভীর।

মোমেরও মন জ্বলে দেশলাইয়ের আগুন
কতো কষ্টে ফুটায় ফুল রুক্ষ বৃক্ষ; জানে তা ফাগুন।

যতোই হউক রাত ঘুমে হয় না কাত
নিশাচর মানুষের মোবাইলেই থাকে হাত।

এই তো আঁকড়ে আছি সদা মিথ্যে থেকে দূরে,
জানি সত্য চির সুন্দর আসবে ঘুরে-ফিরে।

মনটা থাকে কোমল যখন শান্ত নদীর মতো,
বলার ইচ্ছে হলেই বলে ফেলি, সত্য যতো।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।