পাঁচফোড়ন-পঁচিশ
- ফয়েজ উল্লাহ রবি

ছড়া কবিতার আদি পিতা
এক-একের সাথে যেনো মিতা।

ভাগ্যে চাবুক করছে আঘাত, মানুষ আজো ক্রীতদাস
তিলে-তিলে মরছে যে রোজ খোঁজে নিরাপদ আবাস।

যেতে চাই সেই দিনের কাছে; যেখানে শুধু মানুষ বাঁচে,
লোভের মোহে নয়, আপন টানে যেখানে আনন্দে মন নাচে।

একলা একা কারোই তো লাগেনা যে ভালো,
জীবন যেনো ঘোর আঁধারে ঢেকে আছে কালো।

কারা তোমার চোখে অকৃতজ্ঞ নেই কি তাদের জ্ঞান
কেন-ই বা তারা এমন হলো কোথায় ছিলো ধ্যান ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।