পাঁচফোড়ন-ছাব্বিশ
- ফয়েজ উল্লাহ রবি

অপেক্ষার সময় হয়না শেষ বিপদে দীর্ঘশ্বাস,
‘সুখের চেয়ে দুঃখ অধিক’ বড় কষ্টের নিঃশ্বাস।

চলছে এই নিয়মে অনিয়ম আজ নিয়মের খাতা,
যে যার করছে লুট শূন্যই রয়ে যাচ্ছে বই এর পাতা।

আসল বয়স বাড়ে না তো; কমছে দিনে-দিনে
বাড়ছে জীবন দিনে-রাতে পড়ছে আরো ঋণে ।

চেতনার “চ” এর মানে আমার নেই তো জানা
দেখছি চেতনার নামে জনগণের যাতনা।

ধ্যানে জ্ঞান বাড়ে, বাড়ে বুদ্ধি, কবিতায় কবির হয় আত্মশুদ্ধি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।