পাঁচফোড়ন-সপ্তবিংশতি
- ফয়েজ উল্লাহ রবি
তুমি তে মিশে সব 'তুমিময়' এই তুমির হয় না যেনো ক্ষয়,
যে শেখালো সব বাকী নেই 'তবু কেনো ভুলে থাকা নয়' ?
সব গল্পের নায়ক তুমি, অসমাপ্ত জীবনে মিশে আছো,
তুমিই তুমিময় সব খানেই তোমার অস্তিত্ব নিয়ে বাঁচো।
তোমার আকাশ সন্ধ্যে যখন, আমার আকাশ রাত,
যখন আমি তাকাই পরে তোমার দৃষ্টিপাত !
কাটেনা দুঃখের সময় 'যায় থেমে যায়' লাগেনা ভালো,
প্রিয় যদি না থাকে সাথ; সব কিছুতেই আঁধার কালো।
তুমি আছো আমার মাঝে থেকো বুকেরই ভেতর,
সারা জীবন এমন করেই থেকো হইয়ো না গো পর !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।