পাঁচফোড়ন-আটাশ
- ফয়েজ উল্লাহ রবি

আমরা ক'বে মানুষ হবো এই মানুষের বাজারে,
কাঁদছে মানুষ, মানুষ দেখে এই বুঝি আজ সাজারে!

যে যায় চলে ভুলের দলে আসে না আর ফিরে,
ভাবনা যে তার কাঁদায় আবার থাকে তাকে ঘিরে!

রোজ ভাবি যার কথা আমি; সেই রাখেনা খোঁজ
তার কারণেই আজো আমি রয়ে গেলাম অবুঝ !

আজ কাগজে খবর এলো হলে তুমি পরবাসী
এই তো সেই দিন চলে গেলে বলে গেলে আসি !

রোজ বিকেলে নদীর ঘাটে আসতে তুমি ছুটে
তোমায় দেখার ইচ্ছে মনে অবহেলাই জুটে !

১২ চৈত্র ১৪২৫, ০৭ এপ্রিল ২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।