পাঁচফোড়ন-উনত্রিশ
- ফয়েজ উল্লাহ রবি
তুমি আছো আমার মাঝে থেকো বুকেরই ভেতর,
সারা জীবন এমন করেই থেকো হইয়ো না গো পর !
পর্দা তোমার চোখের করো পর্দা করো পোষাকে,
নম্র করো নজর তোমার সম্মান করো মানুষকে !
'কাছে আসার গল্প' বলে ডেকেছিলে কাছে
এখন বলো "গা ঘেঁষে আর দাঁড়াবেন না" পাশে ।
যে আগুনে জ্বলছো তুমি দেখছি আমি তা জল
সুরমা ভেবে মাখছো যাকে বলো তাকে কাজল !
যেখানে তোমার ঠিকানা আমার নয় তা অজানা
খুঁজে ফেরা আছে মানা 'সব ছলাকলা' জানা !
২৬ চৈত্র ১৪২৫, ১০ এপ্রিল ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।