পাঁচফোড়ন-ত্রিশ
- ফয়েজ উল্লাহ রবি
পাড় হয়ে একদিন এই অনিয়মের অন্ধ গলি,
আলো আসবেই আঁধার শেষে; তোদের এই বলি ।
কোমলমতি শিশুদের পোস্টারে বড়দের শ্লোগান
বড়রা আজ ঘুমিয়ে আছে কেউ তো ওঁদের জাগান !
লিখবো না আর মন্দ কিছু থাকবো এবার চুপ,
সরকার যেমন চলছে তেমন ছড়ায় খারাপ ধূপ !
‘অনেক কথা বলার ছিলো’ হয়নি বলা
এক জীবন হাত রেখে হাতে হয়নি চলা ।
চাল নেই চুলো নেই আমি যে বেকার
কীভাবে নেবো এই জীবনের ভার !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।