সুখের দিনে ফিরবে এই দেশ
- ফয়েজ উল্লাহ রবি
দ্রোহের আগুন জ্বলে বুকে আশার আগুন বুকে,
এতো কষ্টের জীবন মানুষ তবু হাসে দুখে!
দুঃখের কথা চেপে রেখে সুখের কথাই বলে,
শতো ভুলে আসল দলেই স্বপ্ন দেখা চলে।
পাগলা ঘোড়ায় চড়ে এ দেশ ভুল পথে কী যায়,
সে খবরটা রাখে ঠিকই বলতে নাহি পায়!
তবু বুকে আশা নিয়ে অপেক্ষাতেই আছি,
সুখের দিনে ফিরবে এই দেশ এই কামনায় বাঁচি!
০৭ ফেব্রুয়ারি ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।