বৈশাখী চেতনা
- রফিকুল ইসলাম রফিক
পাখির সাথে আছে পাখি গাছের সাথে গাছ
বাসন্তী রং ফুলের সাথে মৌমাছিদের নাচ।
চলছে নদী আপন মনে কুলু কুলু রবে
আজ বাঙালী উজ্জীবিত আপন গৌরবে।
গাছের মতো, পাখির মতো, নদীর মতো তার
রং লেগেছে দেহমনে --আনন্দ অপার।
পুরোনো সব জীর্ণজ্বরা ভুলেই গিয়ে সব
ভোরের পাখির মতোই তার প্রমোদ কলরব।
আজ বাঙালীর মন মননে নয়া সনের ডাক
বছর ঘুরে আবার এলো পহেলা বৈশাখ।
গ্রাম গঞ্জের পাড়ায় পাড়ায় আনন্দেরই মেলা
নতুন করে যোগ হয়েছে "পান্তা-ইলিশ" খেলা।
মঙ্গল আশা, সুখ মানুষের --আনতে যদি পারি
সেই লক্ষ্যে শোভাযাত্রায়, দলে দলে-- পুরুষ এবং নারী।
নতুন দিনে আজ বাঙালীর নতুনতর ডাক
সবগুলো দিন হয় যেনো রে পহেলা বৈশাখ।
পবিত্র এই মনের ছোঁয়া থাকুক বছর জুড়ে
সুখ পাখিরা আসুক ঘরে দুঃখ পালাক দূরে।
ভালোবাসার আলো খেয়ে নতুন দিনের মতো
যাক মুছে যাক কূট চেতনা মন কালীমা যতো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।