দুরূহ পদক্ষেপ
- জয় আহাম্মেদশোনো তুমি এতো চিন্তা করো না, এটা নিরর্থ তার চেয়ে বরং পরবর্তী সিদ্ধান্ত নিয়ে নাও ভাগ্যের উপর নিজেকে রেখে কি সুখী হওয়া যায়? মনের বিরুদ্ধে গিয়ে সারাজীবন মুখথুবড়ে পড়ে থেকো না যেটা পথ চলা থমকে দেয় সেটা উপড়ে ফেলো বিষাক্ত কাঁটা পায়ে বিঁধিয়ে রেখো না মূর্খের জীবন ধ্বংস হয় সেই দোষী অন্য কেউ অপরাধী নয়! তোমাকে স্বার্থপর হতে বলছি আত্মসম্মান রক্ষার জন্য আত্নরক্ষায় নিজেকে কঠোর করা কি বোকামি ? মনে রেখো, সংশয় — সুন্দর মূহুর্ত করে শুধুই ক্ষয়। ২৫ চৈত্র ১৪২৫, মঙ্গলবার
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।