প্রাণের অবসান
- জয় আহাম্মেদ

গভীর রজনী নিস্তব্ধ এই শহর হঠাৎই ধূসর হয়ে যাবে; লুটিয়ে পড়বে শরীর থেমে যাবে কণ্ঠ স্বর, থাকবে না আর ভেদাভেদ কে আপন কে পর অবহেলিত সময় এর মতো তুমি আমাকেও হারাবে। পুকুরে শান্ত ঘোলাটে জল, মাছরাঙা পাখি তেমনই চেয়ে থাকবে শুধু আমার হবে না থাকা এই মায়া জড়ানো ধরণীতে শত ডাকে ঘুম ভাঙ্গবে না কোন এক প্রভাতে, তখনো কি তুমি অভিমান করে অশ্রুতে নয়ন ভেজাবে? এই পথে হাঁটা হবে না কোন এক ক্লান্ত বিকেলে; আমি ফিরবো না তোমার কণ্ঠ ধ্বনির আবদারে কিংবা অনুভবে তোমায় জোড়াবো না বাহুডোরে, আমি থাকবো না যেখানে আম কুড়াবে সকলে মিলে! তবে আমার আবার জন্ম হবে যেখানে বেলীফুল ঝড়ে পড়ে পাবে আমাকে সন্ধ্যায় নিরে ফেরা পাখিদের ভীড়ে। আজ ২৭ চৈত্র ১৪২৫, বুধবার


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

১৪-০৪-২০১৯ ২০:১৪ মিঃ

আপনাদের মন্তব্য আমাকে উৎসাহ জোগাবে

১৪-০৪-২০১৯ ২০:১৪ মিঃ

আপনাদের মন্তব্য আমাকে উৎসাহ জোগাবে

১৪-০৪-২০১৯ ২০:১৪ মিঃ

আপনাদের মন্তব্য আমাকে উৎসাহ জোগাবে