প্রিয়ার ছবি
- অরুণ কারফা

আমার কাছে নেই কগজ কলম
কল্পনায় কবিতা লিখি
রঙের অভাবে থেমে থাকি না
জলছবি নিভৃতে আঁকি।

নিজের লেখার অর্থ না পেলে
তারে ফেলে দিই জলে
ডুবতে গিয়েও ভেসে উঠে তা
মনের কথা বলে।

এমনই কিছু কথা তুলে এনে
রচনা করব কাব্য
তারপরে নয় তাদের দিয়ে
প্রিয়ার ছবি আঁকব।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।