পরকাল বিশ্বাস
- ফয়েজ উল্লাহ রবি
দেখোনি বলে করোনি "পরকালে বিশ্বাস"
এই যে দিব্য বেঁচে আছো; দেখেছো কি নিঃশ্বাস ?
জন্ম মৃত্যু দেখেছো তো, দেখেছো বেঁচে থাকা ?
হাসি-খুশি এই জীবনের শেষে “কবরে রাখা”।
সুখ দেখেছো দুখ দেখেছো চোখের কোণে অশ্রু জল
চন্দ্র দেখে সূর্য দেখে শিখনি তাও, বুঝোনা কীসের ফল।
আসছে সবাই নিময় মেনে, যাওয়া কিন্তু এক নয়
যতোই ক্ষমতা দাপট সব - বয়সের হয় যে ক্ষয়!
দেখোনি ? পাহাড় সাগর নদী বয়ে নিরবধি-
নির্দেশে কেউ একজন একনিয়মেই; তিনিই “বিধি” ।
দাম্মাম, সৌদিআরব, মঙ্গলবার
০৩ বৈশাখ ১৪২৬, ১৬ এপ্রিল ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।