পকেট খালি
- ফয়েজ উল্লাহ রবি
যখন তোমার পকেট খালি চিনবে আপন-পর
কেউ দেবে না দাম যে তোমার বাহির কিংবা ঘর ।
চেনা মানুষ যায় যে চেনা, যায় দূরে পালিয়ে
তোমায় জেনো চিনেনা সে দেয় বোঁকা বানিয়ে।
হাতে কাছে ছিলো যে জন আজ খোঁজে না পাবে
প্রয়োজন তোমার ফুরিয়ে গেলে সরে যাবে।
বুঝবে তখন দুঃখে যখন থাকবে তুমি একা
আপন ছিলো যারা তোমার হবে না আর দেখা ।
এতো কিছুর পরেও তোমার থাকবে পাশে এক ‘মা’
“শতো দুঃখে হাসি মুখে’ সে দূরে যাবে না।
মার্চ ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।