আসবে তুমি.........
- ফয়েজ উল্লাহ রবি
তুমি যা ভাবছো মনে-মনে, দেখি তা দিবালোকে,
তোমার মনের খবর আমায়, কাঁদায়-হাসায় শোকে !
বলার ছিলো অনেক কথা হয়নি বলা তবু
মনের মাঝেই মজে গেলো জানে শুধু প্রভু ।
তোমার মনের কথা গুলো সাজানো যে থাকে
বলার সময় চুপটি করে আড়াল কোন বাঁকে ?
কোন বাঁধাতে থমকে দাঁড়াও কোন সে পিছু টান
কে তোমাকে বেঁধে রাখে মনে তোলে বান ?
এই ভাবনায় কেটে গেলো আমার সারা জীবন
আসবে তুমি বলবে কথা ওগো প্রিয় স্বজন ।
০৩ বৈশাখ ১৪২৬, ১৭ এপ্রিল ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।