'ভালো-মন্দ' ভালোই আছে
- ফয়েজ উল্লাহ রবি

"সৎ মানুষটি সব চে খারাপ" বলে পাড়ার লোকে,
"ঐ শুয়োরে খায়না যে ঘুষ" সুখে কিংবা শোকে !

"দিন গিয়ে রাত কাটছে জীবন" যুদ্ধ করে বাঁচে,
অসৎ মানুষ সুখেই থাকে অট্ট হেসে নাচে !

মাঝখানে যে ব্যক্তিটা আজ পায় না খুঁজে পথ
ভালো-মন্দ ভালোই আছে; থামে জীবন রথ ।

০৩ বৈশাখ ১৪২৬, ১৭ এপ্রিল ২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।