আমার যৌবনে গিয়ে আমি ফিরে
- অরুণ কারফা

আমার যৌবনে গিয়ে আমি ফিরে

এমনি আষাঢ়ে বললাম তারে

ফিরিয়ে দাও ভালবাসা আমার

তোমার খানি তুমি ফেরত নিয়ে।



আশা করেছিলেম না পড়ে ভেঙ্গে

গোঁসা করে বলবে অত্যন্ত রেগে

দূর হও হতচ্ছাড়া মুখপোড়া

এক্ষুনি পালাও কোথাও তা নিয়ে।



না না, সেই রকম কিছু না হয়ে

পড়ল সেই কিনা আমারি পায়ে

গৃহযুদ্ধও যে প্রেমেরই অংশ

মূহুর্ত্তে সে দিল আমারে শিখিয়ে।



বুঝলাম প্রতিটা পদে মুখ ঝামটা

শুধুই ছিল তার নাটকীয়তা

বলল নাথ তুমি ছাড়া যে আর

কেউ নেই আমার হৃদয়ে প্রিয়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।