যদি সময় পাও
- ফয়েজ উল্লাহ রবি

আমাকে ভালবাসতেই হবে এমন তো কভু বলিনি
শুধু জ্বর হলে একটু ফোন করে খবর নিও
যদি পারো সময় করে একটু দেখতে এসো !
আমার কথাই ভাবতে হবে এমন তো বলিনি
যদি কভু মনের ভুলে হৃদয় তোমার দোলে
একটু না হয় ভাবলে ভাবনার অবসর পেলে ।
ইচ্ছে হলেই ভুলে যেও রেখো না আর মনে
হারানো স্মৃতি পুরোনো দিনের মতো করে-
চলে যেও দূর আরো দূর আড়াল করে নির্জনে ।

বৈশাখ ১৪২৬, এপ্রিল ২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।