চাঁদ টাঙ্গিয়ে দিলাম
- ফয়েজ উল্লাহ রবি
চাঁদ টাঙ্গিয়ে দিলাম তোমার জানালায় বিনিময়ে আঁধারটুকু নিলাম,
রাত রাঙিয়ে দিলাম মধুর জোছনায় বিনিময়ে ভালোবাসা পেলাম।
দিন সাজিয়ে দিলাম আলোর জটায় বিনিময়ে একটু হাসি নিলাম
ফুলের ঘ্রাণে মুগ্ধ প্রাণে চেয়ে চেয়ে তোমার চলে যাওয়া
এর মাঝেও আমি তোমায় খুঁজে নিলাম এই পাওয়া ।
২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।