মেঘ কালো করে মত্ত ঝড়ই উঠুক
- অরুণ কারফা

মেঘ কালো করে মত্ত ঝড়ই উঠুক

বা বান ফুলে নদীকূলে বাঁধ ভাঙ্গুক

বক্ষ মাঝেযার ঠাঁই হয় অনিবার

দিতেই হবেনা বিশেষ পরিচয়তার

সেই পিতা আছেন জুড়ে পুরো হৃদয়

চিত্তে আমার অজর, অমর, অক্ষয়।



সারা রাত ছেলেটা বিছানায় কাসুক

বা নতুন গ্রন্থ পড়তে ভালবাসুক

দূরের নক্ষত্র গ্রহকে কাছে আনতে

চাইলেও মায়ের নেইকোঅসুবিধে

ভেবে দেখে যিনি দেখাবেন সেই রাস্তা

মাথার ’পরে আছেন সন্তানের পিতা।



কত জন গেছে মন ভূমি দিয়ে হেঁটে

বদ্ধ চিত্তকে আগল মুক্ত করে কেটে

তবুও যিনি শেখালেন পায়ে দাঁড়াতে

সবাইপারেনি সেই ছাপ রেখে যেতে

তাঁর স্থান কেউ পারবেনা কেড়ে নিতে

যাঁকে অশ্রদ্ধা করলে হবে মহা পাপ

চরম সত্য কথা, পরম মিত্র বাপ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।