তোমার-আমার গল্প
- ফয়েজ উল্লাহ রবি

যখনই থেমে গেলো এই তোমার-আমার গল্প,
তখনই বুঝেছি আমি মিলেছে বিকল্প!
খুঁজে পেয়েছ যে তুমি নতুন কোনো পথ,
ভুলে গেছো বিনা কারণ মানোনি তো মত !
'বুঝে গেছি আমি নই তো দামী' অবহেলা
শুধু ভাবনায় মনের কোণে জেগে উঠে বেলা ।
রাস্তা শেষে থেমে গেলে থামেনি তো জীবন
খুঁজে নেয় সে অন্য কোথাও অন্য কোনো মন ।
স্মৃতিরা সব চিৎকার প্রতিবাদে তুলে ঝড়
আর তুমি নীরবে চলে গেলে করে পর !


১০ বৈশাখ ১৪২৬, ২৪ এপ্রিল ২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।