মৃত্যু চিরন্তন
- ফয়েজ উল্লাহ রবি
চিরকাল আর কেউ র'বেনা চলে যেতে হবে,
আগে-পরে থাকবেনা কেউ রঙ্গীন এই ভবে !
গায়ের জোরে দখল করে দেখালো যে দাপট
মিশে শরীর মাটির মাঝে এই রুহ্ গেলো পট ।
মরার পরেই গোসল করাই করবে জলদী দাপন
ধরে রাখবেনা আর প্রিয় - যাদের সাথে যাপন ।
দু'দিনেই ভুলবে সবাই তোমার আপন কিবা পর
চলবে তাদের জীবন আবার যেমন চলছিলো ঘর ।
রেখে যাওয়া তোমার স্মৃতি, তোমার ভূসম্পত্তি,
করবে লড়াই আপনারা নষ্ট হবে সম্প্রীতি ।
(হাজী দুদু মিয়ার মৃত্যুতে লেখা )
বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১২ বৈশাখ ১৪২৬, ২৫ এপ্রিল ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।