অবিশ্বাসীর দল
- ফয়েজ উল্লাহ রবি
দেশের মানুষ আছে নাকি অনেক বেশি গরমে ?
"এই গরমেই ক্লান্ত সবাই" জীবন নাকি চরমে ?
একটুতেই হারছে যে লোক এইতো একটু ভাপ
তখন কেমন সইবে বলো গরমের ওই তাপ ।
মাথার উপর সূর্য যখন টগবগিয়ে শরীর
লুকাও কোথায় কোন জমিনে লুকাও তোমার শির ?
সারা জমিন তাপদাহ সেই কঠিন ঐ দিনে
মাফ পাবেনা অজুহাতে অন্য কোনো ঋণে ।
থাকতে সময় ফিরে এসো শ্যামল ছায়া তলে
থেকোনা আর আঁধার রথে অবিশ্বাসীর দলে ।
১৩ বৈশাখ ১৪২৬, ২৬ এপ্রিল ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।