মে দিবস
- হাসান আল মাহদী ২৫-০৪-২০২৪

ভোর হতে শুরু অস্ত পর্যন্ত
ফেলে মাথার ঘাম,
লোভী কাতুরে মালিকপক্ষ
দেয়না ন্যায্য দাম।

হাতুড়ি,শবাল সারাদিন চলে অবিরাম
নেই কোনো বিশ্রাম,
তারা শ্রমিক রক্তে মাংসে মানুষ,
তাদের কি ইচ্ছে হয়না করতে একটু আরাম।

মালিকপক্ষ হয়ে কেন ভুলে যাও
দারিদ্র্য শ্রমিকের কথা,
আট ঘন্টায় কাজ হবে শেষ, মনে রেখো -
এই ত্যাগ ইতিহাসগাথা।

চিন, ভিয়েতনাম, আমেরিকা, ইউরোপ
বিশ্বের নানা দেশ,
ন্যায্য দাবি আদায়ে রক্ত দিয়েছে তারা
এখনো আছে তার রেশ।

আজ পহেলা মে স্লোগান তুলো
দাবী একটাই,
মোরা শ্রমিক,মোরা ত্যাগী আজ শুধু
ন্যায্য অধিকার চাই।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।