ভালোবাসার খোঁজ
- ফয়েজ উল্লাহ রবি
একটা জীবন অতি ক্ষুদ্র ভালোবাসার জন্য
কাটবে সারা জীবন মানুষ; খুঁজে প্রেম হন্য !
পাওয়ার ইচ্ছে বুকে নিয়ে খুঁজে ভালোবাসা
ভুল ইচ্ছে গুলো সব ডেকে আনে সর্বনাশা ।
সঠিক পথেই চলছে জীবন স্বপ্ন পূরন রাজে
প্রেমের মানুষ হয় যে সুখি সুখের বাঁশি বাজে ।
প্রেমের মাঝে ধোঁকা এলে রয়না সে আর প্রেম
অচেনা আজ লাগে তারে যেনো অন্য কোন মেম ।
০১ মে ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।