জীবন যাপন
- ফয়েজ উল্লাহ রবি

যার চলে যায় সেই তো বুঝে হারানোটার ব্যথা,
থাকতে কাছে অবহেলায় কয় না মনের কথা !

দূরে গেলেই পরে মনে থাকতে কাছে ভুলে,
জানলে এমন সবাই তখন রাখতো মাথায় তুলে।

ডেকে অধম রবি বলে-

থাকতে সময় বুকে টানো যারা তোমার আপন,
বলার ছিলো যতো কথা; বলেই জীবন-যাপন !

১৬ মার্চ ২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।