প্রেমের সাগর দেবো পাড়ি
- ফয়েজ উল্লাহ রবি

হাতটি তোমার হাতে রেখে
চোখে রেখে চোখ,
প্রেমের সাগর দেবো পাড়ি
সাহস ভরা বুক ।

আঁধার শেষে আলোর দিশা
রাতের শেষে দিন,
দিনে-দিনে বাড়ছে সখি
ভালোবাসার ঋণ ।

তোমার বুকে মাথা রেখে
কাটবে সারা জীবন,
ভালোবাসার জলে ডুবেই
আসে যেনো মরণ ।

শোধ করে সব দেনা-পাওনা
সাজবে সুখে ঘর,
পাশাপাশি থাকবো জনম
করবো না তো পর ।

তোমার সাথেই বাঁধা জীবন
এক ডোরে এক সাথে,
ডাক দিলেই যে পাবে কাছে
সকাল-বিকেল রাতে ।

২৫/০২/২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।