প্রেম-পিরীতি ভালোবাসা
- ফয়েজ উল্লাহ রবি
পাওয়া না পাওয়ার হিসেব কষে কাটলো জীবন তাঁর
ঘুরে-ফিরে আসবে ফিরে; মন বাঁধা মনে যাঁর।
এর নামই তো প্রেম-পিরীতি বলি ভালোবাসা
খালি হাতে শূন্যের মাঝে; যার বাঁধা যায় বাসা।
চলতে পথে পেছন ফিরে, দেখে না তো ওরা
কে এলো আর কে পালালো; থাকলো সাথে কারা।
খালি পেটে পানি খেয়ে, করতে পারে জীবন পাড়
শতো আঘাত তবু ওরা; ধারে না কারো ধার !
প্রেমের তরি ভাসায় সাগর, সেই অকূল নদীর ঢেউ
বাঁচা-মরা এক সাথেতে; ছাড়ে না হাত কেউ !
প্রেম মরে না বেঁচে থাকে, যদিও মরে মানুষ
সাজবে জগত অতি সুন্দর; আসে যদি হুঁশ !
০৬/০৩/২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।