এক জীবনের ঋণ
- ফয়েজ উল্লাহ রবি

ভাবতে-ভাবতে মানুষ জীবন কখন হলো পার,
শেষ বিকেলে একলা মানুষ পায় না সঙ্গ কার !
খালি হাতে খালিই যাবে সঙ্গে যাবে কে ?
ডাক দিলে আর থাকবে না কেউ একদিন ডাকবে সে !
তুমি-আমি এই যে জীবন সে থামবে এক দিন,
দিনে-দিনে বাড়ছে শুধু এই জীবনের ঋণ !
রেখে ঋণ ভবের মাঝে যাবো আমি চলে,
হাজার লোকের ভিড়ে একা হারবো সবার দলে !

০৭/০৩/২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।