তুমিই শুরু আর শেষ
- ফয়েজ উল্লাহ রবি

কোন উপমা দেবো তোমায় ডাকবো কিসের নামে,
খাঁটি সোনার চেয়েও দামী বেচবো কোন সে দামে।
"জানো তুমি বেচবো না তো" দাম দেবো তাই অসীম,
পারবে না কেউ কিনতে তোমায় তুমিই আমার "বীম"!
তুমি ছাড়া থাকবো না তো থাকবেনা মোর ভিত,
তোমায় দিয়ে শুরু আমি তুমিই সুখের "মিত"!
বেশি কিছু চাই না আমি অল্পতেই পাই সুখ,
থাকলে তুমি পাশে আমার পালায় সকল দুঃখ !

০৭/০৩/২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।