মানুষের চেহারা
- ফয়েজ উল্লাহ রবি
বেঁচে আছে মানুষ সবাই মানুষের চেহারা,
দু'পায়ের এই শরীর নিয়ে মানুষ তার বেহারা !
দিনের আলোয় ভালো মানুষ রাতের বেলায় মন্দ,
মানুষ নাকি "মান-হুঁশ" এখন চলে শুধুই ধন্দ !
হাজার তারার দেশের তারা কেমনে জ্বলে উজ্জ্বল,
সাদা পোশাক ভেতর কালো একটা যে "বাহন মল"!
০৭/০৩/২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।